Covid19: দৈনিক সংক্ৰমণ ৬২-হাজারের ঊর্ধ্বে, আমেরিকায় একদিনে করোনায় মৃত্যু ২৬৩ জনের

ওয়াশিংটন, ৩০ এপ্রিল (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ কমেও কমছে না আমেরিকায়, দৈনিক কোভিড-আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গেলেও মৃত্যুর সংখ্যা রোজই চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৬২,৯৯৩ জন। নতুন করে ৬২,৯৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন মুলুকে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮৩,০৩৭,০৫৯-এ পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা কেড়ে নিয়েছে ২৬৩ জনের প্রাণ, আগের দিনের তুলনায় অনেকটাই কম। নতুন করে ২৬৩ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১,০২০,৬৬০ জনের। মার্কিন মুলুকে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৮০,৬৫৫,৬৮৫ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১,৩৬০,৮৭৪-তে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *