আগরতলা, ৩০ এপ্রিল(হি. স.): বিজেপি জনজাতি মোর্চার সাংগঠনিক বৈঠকে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে। গাড়ি, বাইক ও স্কুটি ভাংচুরের ঘটনায় খোয়াই জেলায় চাম্পাহাওয়র থানাধীন জাগছড়া পাড়া উত্তপ্ত হয়ে উঠেছে। ওই ঘটনার জন্য তিপরা মথাকে দায়ী করা হচ্ছে।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ জাগছড়া পাড়ায় জনজাতি মোর্চার সাংগঠনিক বৈঠক চলছিল। দুপুর ১টা নাগাদ একদল দুষ্কৃতিকারী ওই বৈঠকে হামলা চালিয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতিকারীরা জনজাতি মোর্চার খোয়াই জেলা সভাপতি বিশ্বজিত রূপিনীর গাড়ি ও আরও দুইটি বাইক এবং স্কুটি ভাংচুর করেছে।
এ-বিষয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, গণতান্ত্রিক পদ্ধতি মেনে সাংগঠনিক বৈঠক করার অধিকার সব রাজনৈতিক দলের রয়েছে। ফলে, সাংগঠনিক সভায় এধরনের হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর দাবি, তিপরা মথার মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা জনজাতি মোর্চার সভায় হামলা করেছে।
তিনি বলেন, পাহাড়ে জনজাতি মোর্চার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তাতে, তিপরা মথা গভীর চিন্তায় পড়েছে।
তিনি বলেন, খোয়াই জেলায় তিপরা মথা ২-৩ ভাগে বিভক্ত হয়ে গেছে। ফলে, দলীয় কোন্দল বেড়েই চলেছে। তাই, তিপরা মথা থেকে প্রচুর কর্মী এখন বিজেপিতে যোগ দিতে চাইছে। আজকের সাংগঠনিক সভায় কর্মীদের যোগদান নিয়েই বিস্তারিত আলোচনা হচ্ছিল।
তাঁর দাবি, আজকের ঘটনা খোয়াই জেলা পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, খোয়াই জেলা জনজাতি মোর্চার সভাপতি বিশ্বজিত রূপিণী আজকের ঘটনায় পুলিশে লিখিত নালিশ জানাবেন।