ডাকযোগে গাঁজা পাচারের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ অভিনব কায়দায় গাঁজা পাচার৷ এবার পোস্ট অফিসের মাধ্যমে গাঁজা পাচার করা হচ্ছে৷  ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা পোস্ট অফিসে ৬ টি সন্দেহমূলক বাক্স কে বা কারা প্রেরণ করে৷ সেখানে কোথা থেকে বক্সগুলি পাঠানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্যই লেখা ছিল না৷ যে ঠিকানায় বাক্সগুলি পাঠানো হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের কথায় অসংলগ্ণতা লক্ষ্য করা যায়৷ সন্দেহ বাঁধে পোস্ট অফিসের কর্মীদের মধ্যে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে বাক্সগুলি খুলে দেখতে পান ৬টি বাক্সে গাজা ভর্তি করে পাচার করা হয়েছে৷ যাদের উদ্দেশ্যে বাক্সগুলো প্রেরণ করা হয়েছে তারা পালিয়ে গেছে বলে জানায় পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানায় পশ্চিম থানার পুলিশ আধিকারিক৷