তিপরা মথার সাথে জোটে আপত্তি নেই কংগ্রেসের, প্রস্তাব বীরজিতের

আগরতলা, ২৯ এপ্রিল(হি. স.): বিজেপি বিরোধী, তাই তিপরা মথার সাথে জোট করতে আপত্তি নেই কংগ্রেসের। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা নির্বাচনী আঁতাত নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে তিপরা মথার উদ্দেশ্যে এই প্রস্তাব দিয়েছেন। সাথে তিনি বাংলা এবং ককবরক ভাষাকে অবহেলার অভিযোগ এনে ত্রিপুরা সরকারকে বিঁধেছেন। তাঁর অভিযোগ, ত্রিপুরার প্রধান দুইটি ভাষাকে বাদ দিয়ে ট্রাফিক দফতরের নির্দেশিকায় ইংরেজির সাথে হিন্দি স্থান পেয়েছে।

এদিন তিনি বলেন, ত্রিপুরার প্রধান ভাষা বাংলা ও ককবরক হলেও বর্তমান সরকার ভাষাগুলিকে সঠিকভাবে স্বীকৃতি দিচ্ছে না। তাঁর অভিযোগ, ট্রাফিক দপ্তরের একটি নির্দেশিকায় ত্রিপুরার প্রধান ভাষা স্থান পায়নি। এভাবে মাতৃভাষার অবমাননা করা হয়েছে বলে তিনি কটাক্ষ করেন।

সাথে তিনি চলতি আর্থিক বছরে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনুদান অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। এখানেই থেমে থাকেননি, বরং হাজার হাজার টাকা লুট করা হচ্ছে বলেও অভিযোগ আনেন তিনি।

তিনি বলেন, প্রত্যন্ত এলাকা থেকে প্রতিনিয়ত পানীয় জলের তীব্র সমস্যার বিষয় উঠে আসছে। ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও চার বছরে তা এখনো বাস্তবায়িত হয়নি। এই তীব্র গরমে মানুষের পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে।

এদিকে, নির্বাচনী আঁতাত নিয়ে প্রশ্নের জবাবে তাঁর সাফ কথা, এখনই জোট ঘোষণার সময় আসেনি। তবে, বিজেপি বিরোধিতার জন্য তিপরা মথার সাথে আঁতাতে প্রস্তুত কংগ্রেস।