TMC: ত্রিপুরায় তৃণমূলের পূর্ণাঙ্গ রাজ্য কমিটির ঘোষণা, দায়িত্বে রাজীব, সভাপতি সুবল 

আগরতলা, ২৯ এপ্রিল (হি. স.) : অবশেষে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় পূর্ণাঙ্গ রাজ্য কমিটির ঘোষণা দিয়েছে। ত্রিপুরার দায়িত্বে রাজীব বন্দ্যোপাধ্যায় অব্যাহত রয়েছেন। ত্রিপুরায় তৃণমূলের সভাপতির দায়িত্ব সুবল ভৌমিককে দেওয়া হয়েছে। আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে দল ত্রিপুরায় ১৩২ সদস্যের রাজ্য কমিটির ঘোষণা দিয়েছে।

এদিন তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের মার্চ মাসে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ণাঙ্গ রাজ্য কমিটি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার রাজ্য ভারপ্রাপ্ত হিসেবে অব্যাহত থাকবেন এবং সুবল ভৌমিককে রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে।

এদিকে, ছয় সদস্যের কোর কমিটিতে রয়েছেন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন বিজেপি বিধায়ক আশীষ দাস, ভৃগুরাম রিয়াং, আশীষ লাল সিং, মামন খান এবং প্রদেশ সভাপতি সুবল ভৌমিক।তৃণমূলের দাবি, ত্রিপুরায় মহিলা-কেন্দ্রিক সমস্যাগুলি সমাধানের জন্য রাজ্য কমিটিতে ২৭ জন মহিলা সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, রাজ্য কমিটিতে ১৬ জন তফসিলি জাতি সদস্য, ১৮ জন তফসিলি উপজাতি এবং ৩২ জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রিপুরার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটিতে মুসলিম সম্প্রদায়ের ১৪ জন প্রতিনিধিও রয়েছেন। প্রসঙ্গত, কোর কমিটির সদস্যদের ছাড়াও সমস্ত শাখা সংগঠনের সভাপতিরাও কোর কমিটির পদাধিকার সদস্য হিসেবে কাজ করবেন। ১৩২ সদস্যের রাজ্য কমিটিতে ৮ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সচিব, ৭ জন যুগ্ম সম্পাদক এবং ৭২ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

এদিকে তৃণমূল যুব ও মহিলা কংগ্রেসও গঠন করা হয়েছে। যুব তৃণমূলের রাজ্য সভাপতি সান্তনু সাহা এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী পদে পান্না দেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সঞ্জয় কুমার দাসকে এসসি সেল এবং মালিন জমাতিয়াকে এসটি সেলের নেতা হিসেবে বাছাই করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *