ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। পরিত্যক্ত হলো ম্যাচ। মাধ্যমিক পরীক্ষা জন্য। বৃহস্পতিবার স্কুল ক্রিকেটে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মুখোমুখি হওয়ার কথা ছিলো গুলধারপুর রুদ্র সিংহ স্কুলের। রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিলো। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত আন্ত: স্কুল ক্রিকেটে। কিন্তু এদিন মাধ্যমিক পরীক্ষা থাকায় বাধ্য হয়েই খেলাটিকে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ওই ম্যাচের দিনক্ষণ ঘোষনা করা হবে মহকুমা ক্রিকেট সংস্থা সূত্রে জানা গেছে।
2022-04-28