লখনউ, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অথবা দেশের প্রধানমন্ত্রী হতে তিনি প্রস্তুত, তবে দেশের রাষ্ট্রপতি মোটেও না। জানিয়ে দিলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। একইসঙ্গে সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ দেগে মায়াবতী বলেছেন, “উত্তর প্রদেশে বিজেপির জয়ের জন্য সমাজবাদী পার্টিই দায়ী।”
বৃহস্পতিবার মায়াবতী বলেছেন, “আমি পুনরায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারি অথবা দেশের প্রধানমন্ত্রী। কিন্তু, রাষ্ট্রপতি কখনই নয়। উত্তর প্রদেশে বিজেপির জয়ের জন্য সমাজবাদী পার্টি দায়ী। আমাকে দেশের রাষ্ট্রপতি করার স্বপ্ন দেখছে সমাজবাদী পার্টি, যাতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাঁদের পথ পরিষ্কার হয়ে যায়।”

