জয়পুর, ২৮ এপ্রিল (হি.স.) : রাজসামন্দ জেলায় দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ির চালক ও খালাসি মারা গিয়েছেন। নিহতদের নাম জাভেদ ও ওয়াসিম। দুর্ঘটনায় গাড়িতে আগুন লেগে খালাসি জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন এবং ট্রাকের চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে দেবগড় শহরের দানকি বাওরি এলাকার কাছে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দেবগড় থানার আধিকারিক গোবর্ধন সিং জানিয়েছেন, এই দুর্ঘনায় আরও দুজন গুরুতরভাবে জখম হয়েছেন। তাদের রাজসামন্দের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে স্বজনরা তাদের চিকিৎসার জন্য আজমীরে নিয়ে গেছে।