নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বৃহস্পতিবার টুইট করে লিখেছেন, মোদীর যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহযোগিতামূলক নয়, জবরদস্তিমূলক। করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। কোভিড-পরিস্থিতি নিয়ে আলোচিত হওয়া ওই বৈঠকে কিছু রাজ্যকে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে সমস্ত রাজ্যগুলিই অ-বিজেপি শাসিত।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তীব্র আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, “অতিরিক্ত জ্বালানির দাম – দোষ রাজ্যের। কয়লার ঘাটতি-দোষ রাজ্যের। অক্সিজেনের ঘাটতি- তাতেও রাজ্যের দোষ। সমস্ত জ্বালানি করের ৬৮ শতাংশ কেন্দ্র গ্রহণ করে। তারপরও প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব অস্বীকার করেছেন। মোদীর যুক্তরাষ্ট্রীয় কাঠামো সহযোগিতামূলক নয়, জবরদস্তিমূলক।”