ডিব্রুগড় (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : উজান অসমের ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত ক্যানসার সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী। আজ বৃহস্পতিবার সকালে একদিনের অসম সফরে এসে কারবি আংলং-এ তিনটি প্ৰকল্পের শিলান্যাস করে দুপুরে উজান অসমের ডিব্রুগড়ে আসেন প্রধানমন্ত্রী। এখানে আসাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে তিনি টাটা এবং রাজ্য সরকারের সহযোগিতায় নবনির্মিত ক্যানসার সেন্ট্রাল হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল, রামেশ্বর তেলি সহ রাজ্যের কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নবনির্মিত ক্যানসার সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এখানের কাৰ্যক্ৰম শেষ করে প্রায় তিনটা নাগাদ প্রধানমন্ত্রী ডিব্রুগড়ের খানিকর ময়দানে একটি জনসমাবেশে যোগ দেন। বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে সঙ্গে নিয়ে ওই মঞ্চ থেকে অসমে বিভিন্ন জেলায় নবনির্মিত আরও ছয়টি ক্যানসার হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার পাশাপাশি সাতটি নতুন ক্যানসার হাসপাতালের শিলান্যাস করেছেন তিনি।