Covid Infection: দৈনিক সংক্ৰমণ ৫৭-হাজারের ঊর্ধ্বে, আমেরিকায় একদিনে করোনায় মৃত্যু ৩১১ জনের

ওয়াশিংটন, ২৮ এপ্রিল (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের আতঙ্ক যেন আর যাচ্ছেই না, দৈনিক কোভিড-আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গেলেও মৃত্যুর সংখ্যা রোজই চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৭,৭৩৮ জন। নতুন করে ৫৭,৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন মুলুকে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮২,৮৮৮,২৪৭-এ পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা কেড়ে নিয়েছে ৩১১ জনের প্রাণ, আগের দিনের তুলনায় কম। নতুন করে ৩১১ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১,০১৯,৭৭৪ জনের। মার্কিন মুলুকে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৮০,৫৮৫,৯১৯ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,২৭৯,৮২৬-তে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *