রায়পুর, ২৮ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন একজন বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে কঙ্করের কয়েলিবেদা এলাকায়। মৃতের নাম উজ্জল নন্দী। তিনি পশ্চিমবঙ্গের বারগাড়ার বাসিন্দা। কয়লিবেড়ার কামতেদা বিএসএফ ক্যাম্পে ৩০ ব্যাটেলিয়নে নিযুক্ত ছিলেন। বুধবার রাতে কাজ থেকে ফেরার পর নিজের ঘরেই ছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালের দিকে তাঁর ঘর থেকে গুলি চলার আওয়াজ শোনা যায়। আশপাশ থেকে ছুটে আসেন তাঁর সহকর্মীরা। খবর পেয়ে অকুস্থলে আসেন সিনিয়র অফিসাররাও।
দরজা খুলে ঘরে ঢুকলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় উজ্জলবাবুর দেহ পড়ে রয়েছে। নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে। তবে কী কারণে এই আত্মহত্যা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পুরো বিষয়টি জানতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই ওই জওয়ানের পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।