নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বাইস। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন বলে বৃহস্পতিবার জানা গিয়েছে। বাইস বুধবার সন্ধ্যায় শাহের বাসভবনে সাক্ষাত করেন এবং উভয় নেতাই রাজ্যের সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করেন। সোরেনের বিরুদ্ধে নিজের ও তার পরিবার এবং ঘনিষ্ঠ সহযোগীদের উপকার করার জন্য ক্ষমতা এবং কর্তৃত্ব অপব্যবহারের অভিযোগ করা হয়।
প্রসঙ্গত, রাজ্যের রাজধানী রাঁচির উপকণ্ঠে সরকারি জমিতে মুখ্যমন্ত্রী সোরেনের নামে পাথর উত্তোলনের ইজারা দেওয়ার কাজ মুখ্যমন্ত্রী নিজেই নেতৃত্ব দিয়েছিলেন। সোরেনের বিরুদ্ধে রাঁচির কাছে স্টোন চিপস খনির ইজারা দেওয়ার অভিযোগ রয়েছে।প্রসঙ্গত, খনি এবং শিল্প বিভাগ উভয়ই সোরেনের অধীনে রয়েছে। ইতিমধ্যেই তাঁর নামে রাঁচিতে পাথরের খনির বরাদ্দ দেওয়ার আইনি জটিলতায় রয়েছেন।

