Cricket : এ.জি পূর্বাঞ্চলীয় টি-২০ আসরে ঝাড়খন্ডকে হারিয়ে উড়িশা ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। এবারও ওড়িশা ফাইনালে খেলবে। এ.জি পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি টুর্ণামেন্টে ওড়িশা ৪৭ রানে ঝাড়খন্ডকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে। অপরদিকে, বিজিত ঝাড়খন্ডকে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে।

এমবিবি স্টেডিয়ামে আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে ঝাড়খন্ড প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে, ওড়িশাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত ২০ ওভারে ওড়িশা ৪ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার সুমিতোশ প্রহরাজ সর্বাধিক ৭৫ রান পায়। এছাড়া, বিপ্লব সামন্তর ৩৮ রান এবং গোবিন্দ পোদ্দারের ৩৫ রান উল্লেখযোগ্য।

ঝাড়খণ্ডের বোলার অনুপ কুমার ওঝা ৪৪ রানে ২টি এবং শচীন প্রসাদ ও আশীষ কুমার একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ঝারখন্ড ছয় উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করতেই নির্ধারিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে প্রারম্ভিক ব্যাটসম্যানরা তেমন রান সংগ্রহে দক্ষতা দেখাতে পারেনি। তবে মিডল অর্ডারে আশীষ কুমার সর্বাধিক ৫১ রান এবং রাজন জয়পাল কুড়ি রান সংগ্রহ করে অপরাজিত থাকলেও অন্যদের ব্যর্থতায় শেষরক্ষা সম্ভব হয়নি। ওড়িশার পি. আর সিনহা ১৫ রানে দুইটি এবং গোবিন্দ পোদ্দার, বসন্ত মোহান্তি এবং শেষদীপ  পাত্র একটি করে উইকেট পেয়েছে। উল্লেখ্য, এ.জি ত্রিপুরা আয়োজিত এবারকার পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে।