চলতি বছর জম্মু-কাশ্মীরে নিকেশ ৬২ জঙ্গি, ৪৭ জনই স্থানীয় : আইজিপি কাশ্মীর

শ্রীনগর, ২৮ এপ্রিল (হি.স.): জম্মু-কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে উপর্যুপরি সাফল্য পেয়েই চলেছে সুরক্ষা বাহিনী। চলতি বছর এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ হয়েছে মোট ৬২ জন সন্ত্রাসবাদী। এই ৬২ জনের মধ্যে ৪৭ জন জঙ্গি স্থানীয় ও বাকি ১৫ জন সন্ত্রাসী পাকিস্তানি। নিহত ৬২ হন জঙ্গির মধ্যে ৩৯ জন লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য ছিল। জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য ছিল ১৫ জন সন্ত্রাসী।

বৃহস্পতিবার কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, “এখনও পর্যন্ত এনকাউন্টারে নিকেশ হয়েছে ৬২ জন জঙ্গি। ৩৯ জন লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য ছিল, জইশের ১৫ জন সন্ত্রাসী, হিজবুল মুজাহিদিনের ৬, আল-বাদর জঙ্গি সংগঠনের দুই সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে। ৬২ জঙ্গির মধ্যে ৪৭ জন স্থানীয় ও বাকি ১৫ জন জঙ্গি অন্য দেশের। বিজয় কুমার জানিয়েছেন, ৬২ জন জঙ্গির মধ্যে ৩২ জনকে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার ৩ মাসের মধ্যেই নিকেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *