উন্নাও, ২৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। উল্টে যাওয়ার পর ওই গাড়িতেই ধাক্কা মারে আরও একটি গাড়ি। বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বাঙ্গারমাউ এলাকার নাসিরপুর গ্রামের কাছে। দুর্ঘটনায় নিহতদের নাম-পবন (২৩), চিন্তন (১৮) ও ৬ মাসের শিশুকন্যা খ্যাতি। আহত অবস্থায় ৬ জনকে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই একই পরিবারের সদস্য।
অতিরিক্ত পুলিশ সুপার শশী শেখর সিং জানিয়েছেন, বুধবার রাতে রাজস্থান থেকে আসা একটি গাড়ি গোন্ডার দিকে যাচ্ছিল, নাসিরপুর গ্রামের কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে যায় গাড়িটি, এরপর ওই গাড়িটি উল্টে যায় এবং অন্য একটি গাড়ি ওই গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের ও ৬ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।