থাঞ্জাভুর, ২৭ এপ্রিল (হি.স.): উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল বিষাদে। তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় রথ উৎসব চলাকালীন বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে একটি মন্দিরের রথ। রথের সংস্পর্শে যাঁরা যাঁরা ছিলেন সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন, তাঁদের মধ্যে দু’টি শিশু-সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১৪ জনকে অসুস্থ ও আহত অবস্থায় থাঞ্জাভুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোররাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থাঞ্জাভুর জেলার কালিমেদুতে, রথ উৎসব উপলক্ষ্যে এদিন ভোররাতে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বহু মানুষ। মন্দিরের রথ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ভক্তরা। আচমকাই উপর থেকে যাওয়া উচ্চ বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায় রথটি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের এবং অসুস্থ হয়েছেন কমপক্ষে ১৪ জন। তিরুচিরাপল্লির (সেন্ট্রাল জোন) ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ভি বালাকৃষ্ণণ জানিয়েছেন, মন্দিরের রথ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।