LIC IPO : আইপিও ঘোষণা করল এলআইসি

নয়া দিল্লি, ২৭ এপ্রিল (হি. স.) : বুধবার ভারতীয় জীবন বিমা নিগম ঘোষণা করল ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও।

জীবন বিমার প্রতিটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা। শেয়ার বাজারে আসবে ৪ মে। শেয়ার বিক্রি বন্ধ হবে ৯ মে। সংস্থা তাদের কর্মীদের জন্য ১০ শতাংশ শেয়ার সংরক্ষিত রেখেছে। অন্যদিকে সংস্থার ৩.৫ শতাংশ শেয়ার সরকার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সরকারে হাতে থাকা ২১ হাজার কোটি টাকার শেয়ারও বিক্রি হতে চলেছে।

এলআইসির চেয়ারম্যান এমআর কুমার বুধবার এ কথা জানিয়ে বলেন, ‘শেয়ার কেনার সময় অবশ্যই দাখিল করতে হবে প্যান নম্বর। ’ সংস্থার পলিসি হোল্ডার এবং কর্মীদের শেয়ার কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। পলিসি হোল্ডারদের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ প্রতি শেয়ারে ৬০ টাকা। কর্মী এবং খুচরো বিনিয়োগকারীদের ক্ষেত্রে শেয়ার পিছু ৪০ টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পেটিএম আইপিও দেশে সব চেয়ে বড় আইপিও। দ্বিতীয়স্থানে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার পরেই রিলায়্যান্স পাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *