দেহরাদূন, ২৭ এপ্রিল (হি.স.): এবার দেহরাদূনেও বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। এই নির্দেশ যে অমান্য করবে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হবে। বুধবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দেরাদুনের জেলাশাসক ডঃ আর রাজেশ কুমার। জেলাশাসক এদিন জানিয়েছেন, রাজধানী দেহরাদূন ও অন্যান্য জেলায় সংক্ৰমণ বৃদ্ধির প্রেক্ষিতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। যদি কেউ মাস্ক ছাড়া শহরের রাস্তায় বেরোন তাহলে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হবে।
দেশ জুড়ে করোনা-আক্রান্তের সংখ্যায় হঠাৎ বৃদ্ধি দেখা দেওয়ায়, ইতিমধ্যেই জনসাধারণের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দিল্লি। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে কর্নাটক এবং ছত্তিশগড়েও। এবার দেহরাদূনেও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মতো দেবভূমি উত্তরাখণ্ডেও করোনা-আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী।