Thief : গভীর রাতে অটো চুরির চেষ্টা, হাতেনাতে আটক যুবক

উদয়পুর, ২৭ এপ্রিল : উদয়পুরের গোকুলপুরে অটো চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো এক যুবক। ঘটনা গোকুলপুরের রাঙ্গামাটি এলাকায়। অটোর মালিকের নাম ইনুস মিয়া।

ঘটনার বিবরণে জানা গেছে, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও রাঙ্গামাটি এলাকার ইনুস মিয়া তার অটোরিকশাটি ঘরের বারান্দায় রেখে ঘুমিয়ে পড়েন। ঘরের বারান্দা থেকে অটো রিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে রাজু মারাক নামে এক যুবক। ঘটনা টের পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন পরিবারের লোকজনরা। অটোটি ঘরের বারান্দা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তকে হাতেনাতে আটক করতে সক্ষম হন পরিবারের লোকজন।

গভীর রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা জেগে ওঠেন। অটো চোর রাজু মারাককে আটক করে উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দেন। তাকে আটকে রেখে খবর দেওয়া হয় আরকে পুর থানার পুলিশকে। খবর পেয়ে আরকে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে অটো চোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে আরকে পুর থানায় একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। গভীর রাতে ঘরের বারান্দা থেকে অটো চুরি করে নিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *