আগরতলা, ২৬ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় পৃথক স্থানে রেলে কাটা পরে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুঙ্গিয়াকামী এবং বিশ্রামগঞ্জে রেলে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে মুঙ্গিয়াকামী রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর নাম জ্যোতিষ ত্রিপুরা। স্থানীয় লোকজন সকালে রেলস্টেশন সংলগ্ন রেললাইনে মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশ এবং মুঙ্গিয়াকামি থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতালে পাঠায়। ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আশঙ্কা করা হচ্ছে দ্রুতগামী রেল যখন আসছিল তখন ওই ব্যক্তি রেললাইন পারাপারের চেষ্টা করছিল। তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে, বিশ্রামগঞ্জে গতকাল রাতে রেলে কাটা পড়ে আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন রেলে কাটা পড়ে দ্বিখন্ডিত মৃতদেহ দেখতে পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে দ্বিখন্ডিত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠায়। এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। আগরতলা-সাবরুম গামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, ত্রিপুরায় রেলে কাটা পড়ে মৃত্যু ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। সাধারণ মানুষের অসচেতনতা এসব ঘটনার অন্যতম কারণ বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। আবার অনেক ক্ষেত্রে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটছে।

