১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্রীয়, অনুরাগ জানালেন দেশের স্বার্থে এমন পদক্ষেপ চলবে

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): দেশের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক, এবং আইন-শৃঙ্খলা জনিত নানা বিষয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে ১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এরমধ্যে ১০টি ভারতীয় এবং ৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল। চ্যানেলগুলির মোট দর্শকসংখ্যা ৬৮ কোটির বেশি। এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান ভিত্তিক ইউটিউব চ্যানেলগুলি ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর এবং ভারতের বৈদেশিক সম্পর্ক বিষয়ে নানা রকম ভুয়ো খবর ছড়ানোর কাজ করছিল। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে বলে মন্ত্রক জানিয়েছে।

এই সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, দেশের স্বার্থে ভবিষ্যতেও এমন পদক্ষেপ করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, “ভারতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে, সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিতে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য মিথ্যা, অযাচাইকৃত তথ্য ছড়ানোর জন্য সরকার ১৬টি ইউটিউব চ্যানেল ব্লক করেছে। ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে আমরা ভবিষ্যতেও এই ধরনের পদক্ষেপ নিতে থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *