বিশালগড়, ২৫ এপ্রিল : বিশালগড়-র নিউমার্কেট এলাকায় নির্মাণ কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। আহত নির্মাণ শ্রমিকের নাম সন্দীপ যাদব। ওই শ্রমিক দীর্ঘদিন ধরেই বিশালগড়ের নিউমার্কেটে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। অন্যান্য দিনের মতো সোমবার সকালে কাজ করতে যান তিনি। কাজ করার সময় হঠাৎ সে আঘাতপ্রাপ্ত হন। অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই শ্রমিক বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন। অসতর্কতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এদিকে নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকদের নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। যে ঠিকাদারের অধীনে তারা কাজ করে চলেছে ওই ঠিকাদার তাদের সুরক্ষার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি বলেও অভিযোগ মিলেছে। সে কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ।
2022-04-25