Cricket : সদর আন্তঃস্কুল ক্রিকেট সম্পন্ন শিশুবিহার চ্যাম্পিয়ান, রানার্স ভবনস্

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।। পড়াশোনায় সেরা হওয়ার পাশাপাশি খেলাধুলায়ও শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। বনেদি স্কুল শিশু বিহারের ছেলেরা এটাই আজ প্রমাণ করে দেখিয়েছে। সদর আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্ণামেন্টে শিশুবিহার স্কুল চ্যাম্পিয়নশীপ খেতাব অর্জন করেছে। ফাইনালে শিশু বিহার স্কুল বনাম ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের খেলাটি ড্রতে নিষ্পত্তি হলেও দুদিনে ৯০ ওভারের দুই ইনিংসের খেলার ধরন অনুযায়ী প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে শিশুবিহার স্কুল পেয়েছে শ্রেষ্ঠত্বের খেতাব। অনবদ্য, দুর্দান্ত ব্যাটিং যেমন দুই ইনিংসে ১৯৩ রান সংগ্রহের পাশাপাশি ১ রানে ১ উইকেট তুলে নিয়ে সপ্তজিৎ দাস অধিনায়ক, উইকেট কীপার, ব্যাটসম্যান, বোলার – সামগ্রিক অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের হিরো। নিঃসন্দেহে ম্যান অফ দ্য ম্যাচের খেতাবও তার দখলে। এমবিবি স্টেডিয়ামে দুদিনের ম্যাচ আজ, সোমবার ড্রতে শেষ হয়েছে।

রবিবার, প্রথম দিনের খেলায় টস জিতে শিশু বিহার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। দিনের অধিকাংশ সময় খেলে ৬৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১৫ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে সপ্তজিৎ দাসের ১৫৩ রান এবং জয়জিৎ সাহার ৭২ রান উল্লেখযোগ্য ছিল‌। ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরের জয় দাস ৫৫ রানে পাঁচটি এবং সুমিত যাদব ৫৫ রানে ৪টি উইকেট তুলে নেয়।

জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রানে থেমেছিল। আজ, রবিবার ম্যাচের অন্তিম দিনে ভবনস্ ত্রিপুরা ২৮ ওভার খেলে অবশিষ্ট ৮ উইকেটের বিনিময়ে ১২৮ রান যোগ করে ১৫৮ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। দলের পক্ষে প্রিয়াংশ মিত্র সর্বাধিক ৭৪ রান পায়।

এছাড়া, অয়ন রায় এবং দেবরাজ সরকার দুজনেই ২২ করে রান সংগ্রহ করে। শিশু বিহারের তথাগত চক্রবর্তী ৫৮ রানে তিনটি এবং দেবজিৎ সাহা ও ধ্রুব কান্তি দেব দুটি করে উইকেট পেয়েছে। সপ্তজিৎ দাস পেয়েছে একটি উইকেট ১ রানের বিনিময়ে। ১৫৭ রানে এগিয়ে থেকে শিশু বিহার স্কুল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৮  উইকেট হারিয়ে 105 রান সংগ্রহ করে। দলের পক্ষে সপ্তজিৎ সর্বাধিক ৪০ রান পায়। এছাড়া, ওপেনার জয়জিৎ সাহার ১৯ এবং দেবজিৎ সাহার ১৩ রান উল্লেখ করার মতো। ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের প্রীতম দেব তিনটি, সুমিত যাদব ও অয়ন রায় দুটি করে উইকেট পেয়েছে।

উল্লেখ্য, প্রথম ইনিংসে লীড নেওয়ার সুবাদে শিশু বিহার স্কুল জয়ী বিবেচিত হয়েছে এবং সদর আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়নের খেতাব জিতে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *