নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): দিল্লির সরকারি স্কুল দেখে একেবারে মুগ্ধ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দিল্লির কালকাজিতে ডঃ বি আর আম্বেদকর স্কুল অফ স্পেশালাইজড এক্সিলেন্স-এ যান পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে ছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। দিল্লির সরকারি স্কুলের পাশাপাশি মহল্লা ক্লিনিকও ঘুরে দেখেছেন ভগবন্ত মান।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, “এটি পরবর্তী পর্যায়ের শিক্ষা। এমন কিছু যা বড় স্কুলও চিন্তাভাবনা করতে পারেন না, তা সরকারি স্কুলগুলিতে বাস্তবায়িত হয়েছে। ডিজিটাল শিক্ষা চলছে। বড় কোম্পানির সঙ্গে সহযোগিতা রয়েছে। আমি আমেরিকা-কানাডায় এমন স্কুল দেখেছি, কিন্তু ভারতে নয়।” ভগবন্ত মান আরও বলেছেন, “আমি বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গেও কথা বলেছি, জানতে পেরেছি তাঁদের মধ্যে অনেকে বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তি হয়েছে। তাঁরা বলছেন, এখানে সুবিধা বেশি। এই পড়ুয়াদের নতুন ধারণা আছে…আমি মুগ্ধ।” এদিন দিল্লির মহল্লা ক্লিনিকও ঘুরে দেখেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলেছেন মান।