Hockey : কেরালায় মাস্টার্স গেমস হকি, ১৬ সদস্যের রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।। রাজ্য দল তৈরি। এখন চূড়ান্ত অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের আরও কিছুটা প্রস্তুতি সেরে নিতে হবে। বিষয়টা জাতীয় আসরে ত্রিপুরা দলের অংশগ্রহণ নিয়ে। উল্লেখ্য, আগামী ১৮ থেকে ২২ মে কেরালার ত্রিবান্দমে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ মাস্টার্স গেমস হকি চ্যাম্পিয়নশিপ। এতে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি ১৬ সদস্য বিশিষ্ট রাজ্য দল বাছাই করা হয়েছে। যথাসময়ে রাজ্য দল কেরালার উদ্দেশ্যে রওয়ানা হবে।

উল্লেখ্য, আয়োজকরা সেখানে বোর্ডিং/ লজিং-এর ব্যবস্থা করলেও এন্ট্রি ফি বাবদ রাজ্য ইউনিটের পক্ষ থেকে সেখানে নগদ ৩ হাজার টাকা এন্ট্রি ফি প্রদান করতে হবে। পাশাপাশি রাজ্য দলের প্রত্যেক খেলোয়ারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সচিত্র পরিচয় পত্র সঙ্গে নিতে বলা হয়েছে। মাস্টার্স গেমস্ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল বিনোদ কুমার কর্তৃক প্রেরিত পত্র মাধ্যমে আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে সিলেকশন ট্রায়ালের মধ্য দিয়ে রাজ্য দল গঠন করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য দলের খেলোয়াড়রা হলেন – অজয় বর্মন, মনোজ কুমার, খগেন্দ্র কলই, নাথাইল ধর, সঞ্জীবন কুমার, মহানন্দ কুন্ডু, জেমস ভাংড়া,  মিটন দে, গোবিন্দ রায়, দীপ চন্দ্র টিগ্গা, বিল্বমঙ্গল ঘোষ, বনবীর নাগ,  হাবুল গুপ্ত, কেশব দেববর্মা, নূর মহম্মদ, চন্দন দেব (কোচ -কাম- ম্যানেজার)‌।