বিশেষ ক্ষমতাসম্পন্ন ৬টি কমিটি গঠন কংগ্রেসের, চিন্তন শিবির হবে উদয়পুরে

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করল কংগ্রেস। আগামী ১৩-১৫ মে রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে কংগ্রেসের চিন্তন শিবির। ওই চিন্তন শিবিরে ৬টি এজেন্ডা নিয়ে আলোচনার জন্য কংগ্রেস ৬টি ভিন্ন কমিটি গঠন করেছে। সোমবার দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, ‘‘আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জগুলি মোকাবিলার দায়িত্ব থাকবে ওই বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটির হাতে।’’

৬টি কমিটির আহ্বয়করা হলেন-মল্লিকার্জুন খাড়গে, সলমন খুরশিদ, পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, ভুপিন্দর সিং হুডা ও অমরিন্দর সিং ওয়ারিং। আগামী ১৩-১৫ মে রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের যে ‘চিন্তন শিবির’ আয়োজিত হচ্ছে সেখানে আমন্ত্রিত প্রায় ৪০০ প্রতিনিধি। ২০২৪ সালের লোকসভা ভোটকে ‘পাখির চোখ’ করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *