ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।। শহরে ফিরলেন অন্নপূর্ণা দাস-রা। জাতীয় সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেট খেলে। এবছর তিরুবন্তপূরমে হয়েছিলো আসর। তাতে ৫ ম্যাচ খেলে ত্রিপুরা জয় পেয়েছে দুটি ম্যাচে। প্রথম ম্যাচে বিহারের বিরুদ্ধে জয় পাওয়ার পর রবিবার নিজেরে শেষ ম্যাচে ছত্তিশগড়কে পরাজিত করে ত্রিপুরা। সোমবার দুপুরে রাজ্যে ফিরেন ত্রিপুরার ক্রিকেটাররা। এবছরই প্রথম ত্রিপুরা দলের কোচ নির্বাচিত হয়েছিলেন রিমা চক্রবর্তী।
শহরে ফিরে রিমা বলেন,”খুব একটা খারাপ খেলেনি আমাদের মেয়েরা। শুধু মাত্র কম ম্যাচ খেলার খেসারত দিতে হয়েছে। অন্য রাজ্যের মেয়েরা বছরে বহু ম্যাচ খেলে। সে জায়গায় আমাদের মেয়েরা ১০ থেকে ১২ টা ম্যাচ খেলে। ফলে আমাদের মেয়েদের অভিজ্ঞতা কিছুটা কম। ওই সমস্যা দূর করা গেলে আমাদের মেয়েরাও জাতীয় আসরে দাপট দেখাবেই”। রবিবার শেষ ম্যাচে ছত্তিশগড়ের অল্প রানকে তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিলো ত্রিপুরা। কিন্তু শেষ ওভারে অধিনায়কোচিত ইনিংস খেলে ত্রিপুরাকে জয় এনে দিয়েছিলেন দলনায়িকা অন্নপূর্ণা দাস।