নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): দিল্লির মহল্লা ক্লিনিকে আসা ৯৫ শতাংশ রোগীই সেখানকার পরিষেবা পেয়ে সন্তুষ্ট। দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-কে নিয়ে দিল্লির মহল্লা ক্লিনিক ঘুরে দেখেন কেজরিওয়াল। দিল্লির মহল্লা ক্লিনিক দেখে মুগ্ধ হয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি কথাও বলেছেন রোগীদের সঙ্গে।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “মহল্লা ক্লিনিকে আসা ৯৫ শতাংশ রোগী পরিষেবা পেয়ে সন্তুষ্ট, যে কেউ যে কোনও রাজ্য থেকে এখানে স্বাস্থ্য সুবিধা নিতে পারেন।” কেজরিয়াল আরও বলেছেন, “অনেক ধনী মানুষও এই সমস্ত ক্লিনিকে এসে স্বাস্থ্য সুবিধা নেন।” একজন রোগী এদিন ভগবন্ত মানকে জানান, চিকিৎসকদের সঙ্গে দেখা করার জন্য মাত্র ১০ মিনিট অপেক্ষা করতে হয় তাঁদের।”