পুণে, ২৫ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাধব গডবোলে। সোমবার মহারাষ্ট্রের পুণে-তে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৯৩ সালের মার্চ মাসে ভারতীয় প্রশাসনিক পরিষেবা থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার আগে, গডবোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসাবে কাজ করেছিলেন।
তিনি কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ও নগরোন্নয়ন বিভাগের সচিব এবং মহারাষ্ট্র সরকারের প্রধান অর্থ সচিব হিসেবেও কাজ করেছেন। নীতি নির্ধারণ নিয়ে ২০টির বেশি বই লিখেছেন তিনি। রেখে গেলেন স্ত্রী সুজাতা, ছেলে রাহুল ও মেয়ে মীরাকে।