রাঁচি, ২৪ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডে ধীরে ধীরে বাড়ছে করোনার গতি। গিরিডি জেলায় করোনায় এক রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে নতুন রোগী ছিল না। কিন্তু গত ৭২ ঘণ্টায় বিভিন্ন জেলায় করোনায় দুইজনের মৃত্যুর পর উদ্বেগ বাড়ছে। এবার গিরিডিতে করোনায় এক রোগীর মৃত্যু হয়েছে। এর আগে ধানবাদে মৃত্যু হয়েছিল। এই নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫৩১৭-তে পৌঁছেছে।
রাজ্যে করোনার ২২টি সক্রিয় রোগীর মধ্যে রাঁচিতে ২১ জন রয়েছে। রাজ্যের ২২টি জেলায় একটিও করোনা রোগী পাওয়া যায়নি। রবিবার সকালে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিনজন। তবে রাজ্যের দুই জেলা থেকে পাঁচজন নতুন করোনা রোগী পাওয়া গেছে। স্বাস্থ্য দফতরের মতে, রাঁচি থেকে চারজন এবং গিরিডি থেকে একজন রোগী পাওয়া গেছে।
রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা এখন চার লাখ ৩৫ হাজার ২০৪ ছুঁয়েছে। এদিকে করোনার বিষয়ে তদন্ত চলছে। রাজ্যে মোট দুই কোটি ১৭ লাখ ৪৩ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।