Cricket : বিলোনিয়ায় সিনিয়র ক্লাব ক্রিকেট, ওপিসি-কে হারিয়ে এস.ভি.এস.সি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।। বিলোনিয়ায় আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেটে এস বি এস সি দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে ওল্ড প্লে সেন্টারকে। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। আজ, রবিবারের খেলায় এস বি এস সি জয়পুর ৮ উইকেটের ব্যবধানে ওপিসি-কে পরাজিত করেছে।

বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ম্যাচ শুরুতে টস জিতে ওপিসি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ওপিসি ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে অনিক পাল ১৯ রান এবং ভাস্কর নন্দীর অপরাজিত ১৭ রান কিছুটা উল্লেখ করার মতো। এসভিএসসি-র অলরাউন্ডার অভিজিৎ পাল দূর্দান্ত বল করে ৩০ রানের বিনিময়ে একাই সাতটি উইকেট তুলে নেয়। এছাড়া, অমিত ঘোষ পেয়েছে ১৪ রানে ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে এসভিএসসি, জয়পুর ৮.৩ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অলরাউন্ডার কপিল দে অপরাজিত ভূমিকায় ৩৩ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। এছাড়া, ওপেনার শান্তু মজুমদার পেয়েছে ১৮ রান। ওপিসি-র বোলার সুদীপ নাথ ও রাহুল দত্ত একটি করে উইকেট পেয়েছে।