Election Result : গুয়াহাটি পুরনিগম : একচ্ছত্র বিজেপি, খাতা খুলতে পারেনি কংগ্ৰেস, একটি করে আপ ও এজেপি, গণনা শেষ, বাকি সরকারি ঘোষণা

গুয়াহাটি, ২৪ এপ্রিল (হি.স.) : ৬০ আসন বিশিষ্ট গুয়াহাটি পুরনিগম (জিএমসি)-এর ভোটগণনা পৰ্ব সম্পূৰ্ণ হয়ে গেছে। সরকারিভাবে কয়েকটি ওয়ার্ডের ফলাফল ঘোষণা না হলেও বাকি ওয়ার্ড যে বিজেপির দখলে গেছে সে খবর ইতিমধ্যে চাউর হয়ে গেছে। তবে এখন পর্যন্ত প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী যে ৪৭টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়েছে, তার মধ্যে ৪১টি বিজেপি ও মিত্রজোট অসম গণ পরিষদ (অগপ)-এর দখলে ৪ এবং একটি করে ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আম আদমি পার্টি (আপ) ও অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর প্রার্থী। ফলে জিএমসি-তে বিজেপি যে একচ্ছত্র দখল বজায় রাখতে চলেছে তা নিশ্চিত।

৫৪টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। কিন্তু একটি আসন দখল করা দূরঅস্ত, প্রায় সব ওয়ার্ডে পিছনের সারিতে অবস্থান করছেন কংগ্রেস প্রার্থীরা। অথচ গত ৯ বছর আগে অনুষ্ঠিত জিএমসির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুরনিগম দখল করেছিল কংগ্রেস। এদিকে অসমে প্রথম এসে জিএমসিতে একটি কেন্দ্র দখলে নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। ৬০-এর মধ্যে ৩৮টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি। এছাড়া বিজেপির জোট শরিক অগপ সাতটি ওয়ার্ডে প্রার্থী দিয়ে ৬-টিতে বিজয় সাব্যস্ত করেছে।

উল্লেখ্য, নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মণিরাম দেওয়ান ট্ৰেড সেন্টারে আজ ২৪ এপ্রিল সকাল ৮.০০টা থেকে ২২ এপ্রিল অনুষ্ঠিত গুয়াহাটি পুরনিগম নির্বাচনের ভোটগণনা। প্ৰথমে পোস্টাল ব্যালটের ভোটগণনা শুরু হয়। এর পর পর্যায়ক্রমে শুরু হয় ইভিএম-এর ভোটগণনা। গুয়াহাটি পুরনিগমের ৬০টি ওয়াৰ্ডের মধ্যে ভোটগ্রহণ হয়েছিল ৫৭টি ওয়াৰ্ডের। কেননা তিনটি ওয়ার্ডে নিৰ্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন ৫, ৬ এবং ২২ নম্বর ওয়াৰ্ডের বিজেপি মনোনীত প্ৰাৰ্থী যথাক্ৰমে সঞ্জয় দাস, সুতপা সরকার এবং স্মিতা রায়। তাই আজ কেবল ৫৭টি ওয়ার্ডের ভোটগণনা সম্পন্ন হয়েছে।

সরকারিভাবে বিজয়ীদের যে সকল নাম ঘোষণা করা হয়েছে, সেগুলি যথক্রমে –

১ নম্বর ওয়াৰ্ডে অসম জাতীয় পরিষদের হুকুম চান আলি বক্সি,

২ নম্বর ওয়াৰ্ডে বিজেপির মুকুল কলিতা,

৩ নম্বর ওয়াৰ্ডে বিজেপির কল্লোল চক্ৰবৰ্তী,

৪ ওয়ার্ডে বিজেপি প্ৰাৰ্থী কনকলতা সাহা,

৫ নম্বর ওয়াৰ্ডে বিজেপির সঞ্জয় দাস (বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় জয়ী),

৬ নম্বর ওয়াৰ্ডে বিজেপির সুতপা সরকার (বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় জয়ী),

৭ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী অলক চক্ৰবৰ্তী,

৮ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী সুধন্য মালাকার,

৯ নম্বর ওয়াৰ্ডে বিজেপির অৰ্চনা দাস,

১০ নম্বর ওয়াৰ্ডে অগপ প্ৰাৰ্থী কল্পনা দাস,

১১ নম্বর ওয়াৰ্ডে বিজেপির মঞ্জুলা দেবী,

১২ নম্বর ওয়াৰ্ডে অগপ প্ৰাৰ্থী দীপঙ্কর বৈশ্য,

১৩ নম্বর ওয়াৰ্ডে অগপর পূরবী তালুকদার,

১৫ নম্বর ওয়াৰ্ডে বিজেপির সৌরভ ঝুনঝুনওয়ালা,

১৬ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী প্ৰমোদ স্বামী,

১৭ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী স্নিগ্ধা বরুয়া মজুমদার,

১৮ নম্বর ওয়াৰ্ডে বিজেপির শংকর চক্ৰবৰ্তী,

১৯ নম্বর ওয়াৰ্ডে বিজেপির ব্ৰিজেশ রায়,

২০ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী গৌরগোপাল মণ্ডল,

২১ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী সন্দীপ দেব,

২২ নম্বর ওয়াৰ্ডে স্মিতা রায় (বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় জয়ী),

২৩ নম্বর ওয়াৰ্ডে বিজেপির মঞ্জিতা দৈমারি,

২৪ নম্বর ওয়াৰ্ডে অগপ প্ৰাৰ্থী বিজু মেধি,

২৬ নম্বর ওয়াৰ্ডে বিজেপির রাণা চেতিয়া,

২৯ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী তথা প্ৰাক্তন মেয়র মৃগেন শরণিয়া,

৩১ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী রত্না সিং,

৩২ নম্বর ওয়াৰ্ডে বিজেপির নীলমজ্যোতি ভুইয়াঁ,

৩৩ নম্বর ওয়াৰ্ডে অগপ প্ৰাৰ্থী মীরা দাস শহরিয়া,

৩৪ নম্বর ওয়াৰ্ডে বিজেপির জোনমণি ডেকা,

৩৫ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী নবীন ডেকা,

৩৮ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী শশাংক ডেকা,

৪০ নম্বর ওয়াৰ্ডে বিজেপির ববিতা ডেকা,

৪১ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্রার্থী বাসন্তী কলিতা দুওরা,

৪২ নম্বর ওয়াৰ্ডে আম আদমি পাৰ্টির মাসুমা বেগম,

৪৩ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী অঞ্জনা বরা

৪৪ নম্বর ওয়াৰ্ডে বিজেপির সত্যেন্দ্ৰনাথ ভট্টাচাৰ্য,

৪৫ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী মাধবী তালুকদার,

৪৬ নম্বর ওয়াৰ্ডে বিজেপির আশিস ভরালি,

৪৭ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী প্ৰফুল্ল মহন্ত,

৫১ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী ডিম্পল রাভা,

৫২ নম্বর ওয়াৰ্ডে বিজেপির গকুল গোস্বামী,

৫৩ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী লিপিকা পাটোয়ারি কলিতা,

৫৪ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী গীতা ঠাকুরিয়া,

৫৫ নম্বর ওয়াৰ্ডে বিজেপির মনোজকুমার নাথ,

৫৬ নম্বর ওয়াৰ্ডে বিজেপি প্ৰাৰ্থী রাখি বরা,

৫৮ নম্বর ওয়াৰ্ডে বিজেপির গৌরী বরাকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *