Arrested : খোয়াইয়ের তবলাবাড়িতে জুয়ার সরঞ্জাম সহ আটক জুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ খোয়াই থানা এলাকার তবলা বাড়িতে জুয়া সামগ্রী সহ এক জুয়ারীকে আটক করেছে খোয়াই থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় খোয়াইয়ের তবলা বাজিয়ে এলাকায় চড়ক মেলা চলছিল৷ চরক মেলার কিছুটা দূরে জুয়ার আসর বসেছিল৷ মেলা কমিটির আপত্তি এবং পুলিশের কঠোরতা অমান্য করে বহাল তবিয়তে জুয়া খেলা চলছিল৷

এ বিষয়ে স্থানীয় জনগণ থানার পুলিশকে অবগত করেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং জুয়া খেলার সামগ্রী সহ এক ব্যক্তিকে আটক করা হয়৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ তার কাছ থেকে বেশকিছু টাকা পয়সাও উদ্ধার হয়েছে বলে জানা যায়৷ তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে৷

স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামীণ চড়ক মেলা উপলক্ষে বিভিন্ন স্থানে এ ধরনের জুয়ার আসর বসে৷ আইন-কানুনের তোয়াক্কা না করে একাংশের মানুষজন এ ধরনের ভয়ঙ্কর খেলায় সামিল হচ্ছে৷ জোয়ার কবলে পড়ে বহু পরিবার নিঃস্ব হচ্ছে৷ জুয়া খেলার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে পুলিশের জ্ঞাতসারেই এ ধরনের জুয়ার আসর বসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *