Narendra Modi : ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার জম্মুতে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদী

সাম্বা (জম্মু ও কাশ্মীর), ২৪ এপ্রিল (হি.স.) : রবিবার পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে অংশ দিতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার পাল্লী গ্রামে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর প্রথম জম্মু সফর তাঁর। এদিন সকাল ১১টা ১৫ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে জম্মু বিমানবন্দর পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্র শাসিত অঞ্চলের উপরাজ্যপাল-সহ উচ্চ আধিকারিক এবং বিজেপি নেতারা। সেখান থেকে তিনি চলে যান সাম্বায়। আজ জাতীয় পঞ্চায়েত দিবস উপলক্ষে সাম্বার পাল্লী গ্রামের মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর কিছুক্ষণের মধ্যেই সাম্বা জেলায় হাজির হন মোদী। মঞ্চে উঠে জনতার উদ্দেশে হাত নাড়েন৷ মাঠে তখন মোদী মোদী রব। জনতার সামনে নতমস্তক করেন তিনি। মঞ্চে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান উপরাজ্যপাল মনোজ সিনহা। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

এদিন তিনি সাম্বা জেলার পাল্লী গ্রাম থেকে গ্রামসভায় ভাষণ দেবেন। তিনি ২০ হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিন তিনি প্রথমে সাম্বা জেলার পাল্লী পঞ্চায়েত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

জলাশয়ের পুনরুজ্জীবন নিশ্চিত করার লক্ষ্যে জম্মু ও কাশ্মীর সফরের সময় প্রধানমন্ত্রী অমৃত সরোবর নামে একটি নতুন প্রকল্পও চালু করবেন।

এছাড়া ৩,১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত বানিহাল কাজীগুন্ড রোড টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, ৮.৪৫ কিলোমিটার দীর্ঘ টানেলটি বানিহাল এবং কাজীগুন্ডের মধ্যে রাস্তার দূরত্ব ১৬ কিলোমিটারের সঙ্গে যাত্রার সময় প্রায় দেড় ঘন্টা কমিয়ে দেবে।