Rajnath Singh : গুয়াহাটিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন ৭১-এর ভারত-পাক যুদ্ধে শহিদ ও আহত বীর সেনানীদের শ্ৰদ্ধাঞ্জলী ও সংবর্ধনা অনুষ্ঠানে

গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : একদিবসীয় সফরসূচি নিয়ে গুয়াহাটি এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ শনিবার দুপুরে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, সাংসদ কামাখ্যাপ্রসাদ তাসা সহ কয়েকজন মন্ত্রী, বিধায়ক এবং সাংসদ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রীকে।

আজ শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত-পাক যুদ্ধে নয় (৯) শহিদ এবং জীবিত বীর সেনাজওয়ানদের শ্ৰদ্ধাঞ্জলী ও সংবর্ধনা দেবেন ভারতের প্ৰতিরক্ষা মন্ত্ৰী রাজনাথ সিং। রাজ্য সরকারের উদ্যোগে শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰে শ্ৰদ্ধাঞ্জলী ও সংবৰ্ধনা অনুষ্ঠানে থাকবেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, সেনাবাহিনীর বিভিন্ন স্তরের আধিকারিকগণ।

জানা গেছে, আজকের অনুষ্ঠানে নয় শহিদের বিধবা পত্নী, জখম ছয় (৬) এবং দু-জন যুদ্ধবন্দি সৈনিক পরিবারের হাতে নগদ ৫০ লক্ষ টাকা সহ বিভিন্ন সামগ্ৰী তুলে দেওয়া হবে। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধ যুদ্ধে অংশগ্রহণকারী ৭২ জন সৈনিককে প্ৰথমবারের মতো গণ-সংবর্ধনা জানানো হবে আজকের অনুষ্ঠানে।