বিশালগড়, ২১ এপ্রিল : আবারো নেশা সামগ্রী উদ্ধারে সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। আজ বিশালগড় লালসিং মুড়া স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি দোকানে হানা দেয় পুলিশের দল। দোকান মালিক সমীর দেবনাথের মোবাইল দোকানে প্রথমে হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে দোকান মালিক সমীর দেবনাথের বাড়ীতেও তল্লাশি চালায় পুলিশ। সমীর দেবনাথের বাড়ির পাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে গাজা, ব্রাউন সুগার সহ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও একই এলাকায় অবস্থিত সমীর দেবনাথের শ্যালক বাসু দেবনাথের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সেখানেও সাফল্য পেয়েছে পুলিশ। বাসু দেবনাথের ঘর থেকে নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও পুলিশের কাছে আরও খবর ছিল নারায়ন দেবনাথ নামে অপর এক ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। পরবর্তী সময়ে তাকেও আটক করে নিয়ে আসা হয় থানায়। ঘটনায় মোট তিন জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত করবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তাদের কাছ থেকে এই চক্রের মাস্টারমাইন্ডদের হদিশ মিলতে পারে বলেও আশা প্রকাশ করেছেন পুলিশ আধিকারিক।