Cricket : স্কুল ক্রিকেটে নজরুল বিদ্যাভবন ও ভবনস্ ত্রিপুরার সেমিফাইনাল জমজমাট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। দিনভর খেলা হয়নি। আউট ফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্টের দুদিনের সেমিফাইনাল ম্যাচ আজ, বৃহস্পতিবার শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ১৩০ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে ৮ উইকেট। আগামীকাল সারাদিনে ৯০ ওভারের খেলা রয়েছে। ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের লক্ষ্য থাকবে আগামীকাল প্রথম ইনিংসে লিড নিতে প্রয়োজনীয় ১৩১ রান সংগ্রহ করে ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করা। অপরদিকে, বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের ছেলেরাও মুখিয়ে আছে লো স্কোরিং ম্যাচে লিড নিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিতে।

বেলা ১১ টা নাগাদ ম্যাচ শুরুতে ভবনস্  ত্রিপুরা বিদ্যামন্দির টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ৫০.১ ওভার খেলে নজরুল বিদ্যাভবন ১৫৪ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে প্রিয়াংশু পাল সর্বাধিক ২৭ রান পায়। সাগর বিশ্বাস ১৯ রান সংগ্রহ করে। এছাড়া, অন্যরা তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেনি। ভবানস্ ত্রিপুর বিদ্যামন্দিরের প্রীতম দেব ২৭ রানের বিনিময়ে চারটি এবং সুমিত যাদব ১৮ রানে ৩টি উইকেট তুলে নেয়। এছাড়া, জয় দাস ও অয়ন রায় পেয়েছে একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ১৫ ওভার খেলার সুযোগ পায়। ইতিমধ্যে ২ উইকেটের বিনিময়ে ২৪ রান সংগ্রহ করেছে। আকাশ দাস (৪) ও সুমিত যাদব (৬) আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেও আদিত্য দেব এবং আমন কুমার সিং দুজনেই ২ করে রান নিয়ে উইকেটে রয়েছে। নজরুল বিদ্যাভবনের সাহিল দীপঙ্কর দাস ও সাগর বিশ্বাস একটি করে উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *