Explosions : মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ আফগানিস্তানে, বহু প্রাণহানির আশঙ্কা

কাবুল, ২১ এপ্রিল (হি.স.) : রমজান মাসেও রক্তাক্ত হল আফগানিস্তানের মাটি।মসজিদে প্রার্থনা চলাকালীন একাধিক বিস্ফোরণ প্রাণ কেড়ে নিল বহু মানুষের। আহত হয়েছেন আরও অনেকে৷ তালিবান জানিয়েছে, বৃহস্পতিবারের বিস্ফোরণে অন্তত ২০ জন হতাহত হয়েছেন।

উত্তর আফগানিস্তানের মাজার-এ-শরিফ শহরের ঘটনা৷ প্রত্যক্ষদর্শী এক মহিলা জানিয়েছেন, বোনকে সঙ্গে নিয়ে তিনি মসজিদের কাছে মার্কেটে কেনাকাটা করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর দেখেন গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বিস্ফোরণ হয়েছে বুঝতে পেরে দোকান বাজার বন্ধ করে ছুটে পালাতে থাকেন সবাই। বিস্ফোরণের জেরে মসজিদ এবং আশেপাশের দোকান ঘরগুলিরও ক্ষতি হয়। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।


পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) ইতিমধ্যেই তালিবান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে হামলার হুঁশিয়ারি দিয়েছে। শিয়া ধর্মস্থানগুলিতে হামলার নেপথ্যেও আইএসকে জঙ্গিগোষ্ঠী রয়েছে বলে তালিবান শাসকদের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *