চণ্ডীগড়, ২১ এপ্রিল (হি.স.) : দিল্লির পর এবার পঞ্জাবে মাস্ক বাধ্যতামূলক করল আপ সরকার। এক নির্দেশিকায় পঞ্জাব সরকারের প্রিন্সিপাল সেক্রেটরি অনুরাগ ভর্মা জানিয়েছেন, বাস-ট্রেন-ট্যাক্সি-বিমানে মাস্ক পরা আবার বাধ্যতামূলক হচ্ছে। মাস্ক পরতে হবে সিনেমা হল, শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোরেও। স্কুল, কলেজে, অফিসে এবং যে কোনও ইন্ডোর সভাতেও মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।
করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। দিল্লির আপ সরকার ইতিমধ্যেই রাজধানীতে মাস্ক বাধ্যতামূলক করে দিয়েছে। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। পঞ্জাব সরকার এখনও জরিমানা ধার্য করার কথা বলেনি। তবে সরকারি সূত্রের খবর, তারাও অচিরে ওই পথেই হাঁটতে চলেছে।ইতিমধ্যেই দিল্লিতে বেশ কিছু স্কুলে পড়ুয়ারা করোনায় আক্রান্ত হয়েছে। সেই কারণেই রাজধানীতে মাস্ক পরার ক্ষেত্রে আবারও কড়াকড়ি শুরু হয়েছে। তবে স্কুল-কলেজে ক্লাস বন্ধ করার মত পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে দিল্লির আপ সরকারের দাবি। বলা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্কের পাশাপাশি স্যানিটাইজেশন এবং দূরত্ববিধি মেনে চলতে হবে। অফিস কাছারিতেও একই ধরণের নিয়ম চালু করা হয়েছে। সূত্রের খবর, দিল্লি সরকারের পরামর্শেই পঞ্জাবের আপ সরকারও একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রথম ধাপ হল মাস্ক বাধ্যতামূলক করা। পঞ্জাব সরকারের এক মুখপাত্র জানান, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এখনও পর্যন্ত অবস্থা আয়ত্তের মধ্যেই রয়েছে।