আগরতলা, ২১ এপ্রিল : আমতলী থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক অভিযান চালিয়ে এক ব্রাউন সুগার কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। আটক নেশা কারবারীর নাম সুবীর সাহা।
ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাসগুপ্ত জানিয়েছেন, তাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল একটি গাড়িতে করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাসগুপ্তার নেতৃত্বে আমতলী থানার পুলিশ বুধবার গভীর রাতে আমতলীর হঠাৎ বাজার এলাকায় গাড়িটি আটক করে ব্রাউন সুগার উদ্ধার করা সম্ভব হয়েছে। মূল অভিযুক্ত সুবীর সাহাকেও গাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে এক প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার করা ব্রাউন সুগার এর বাজার মূল্য ৪৭ হাজার পাঁচশত টাকা।
ব্রাউন সুগার সহ আটক সমীর সাহার বাড়ি বিশালগড় নেতাজি নগর এলাকায়। তার স্বীকারোক্তি মূলে তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। বিশালগড় থানার সহযোগিতা নিয়ে আমতলী থানার পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে আরো দুই প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছে। সুবীর সাহাকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে নগদ টাকা একটি মোবাইল ফোন এবং তার ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেছে আমতলী থানার পুলিশ। তাকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের দাবি জানানো হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা চালাবে বলে জানানো হয়েছে। এই চক্রে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে বলেও অভিমত ব্যক্ত করেছেন আমতলীর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাস গুপ্ত। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

