আহমেদাবাদ, ২১ এপ্রিল (হি.স.): ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার সকালে গুজরাটের আহমেদাবাদে এসে পৌঁছেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জমকালো অভ্যর্থনা জানানো হয়। আহমেদাবাদ বিমানবন্দরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত ও মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিমানবন্দর থেকে একটি হোটেল পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার তাঁকে জমকালো স্বাগত জানানো হয়। গুজরাটি নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। এই আপ্যায়নে উচ্ছ্বসিত দেখা গিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।
দু’দিনের ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর-সহ কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। ২২ এপ্রিল, শুক্রবার রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন তিনি। ২২ এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। বরিসের ভারত সফরের উদ্দেশ্য মূলত— ভারতের সঙ্গে পাঁচ হাজার কোটি পাউন্ডের বাণিজ্যচুক্তি পাকা করা। বরিসের আসন্ন সফরের মূল লক্ষ্য হবে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত কিছু চুক্তি রূপায়িত করা। সেই সঙ্গে, আর্থিক বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।