আগরতলা, ২০ এপ্রিল (হি. স.) : রেগা মাস্টারের তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে আজ ডুম্বুর নগর বিডিওকে ঘেরাও করেন রেগা শ্রমিকরা। অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত সময় কাজ করার ফরমান জারি করেছেন রেগা মাস্টার। তাই, তাঁরা ব্লক কার্যালয় ঘেরাও করেছেন বলে দাবি করেন রেগা শ্রমিকরা। তাঁদের সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে ঘেরাও মুক্ত হন ব্লকের বিডিও।
বুধবার রেগা মাস্টারের আদেশের প্রতিবাদে ডুম্বুর নগর আরডি ব্লক কার্যালয় ঘেরাও করেন রেগা শ্রমিকরা। তাদের অভিযোগ, রেগা মাস্টার বিভিন্ন ধরনের শর্তাবলী রেগা শ্রমিকদের উপর চাপিয়ে দিচ্ছেন। নির্দিষ্ট সময় থেকে বেশি সময় রেগার কাজ করতে হবে বলে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে গর্জে ওঠেন এলাকার রেগা শ্রমিকরা।
বুধবার ডুম্বুর নগর আর ডি ব্লকে গিয়ে বিডিওকে ঘেরাও করেন তারা। সমস্যা সমাধানের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাতে থাকেন। তাতে উত্তপ্ত হয়ে ওঠে ডুম্বুর নগর আরডি ব্লক কার্যালয় চত্বর। রেগা শ্রমিকদের দাবি, ব্লকের বিডিও লিখিতভাবে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিতে হবে। অন্যথায় তাঁরা ব্লক কার্যালয় ঘেরাও মুক্ত করবেন না। এতদিন পর্যন্ত তারা যে নিয়মে রেগার কাজ করে এসেছেন সেই নিয়মেই আগামী দিনেও কাজ দিতে হবে বলে দাবি জানান তারা।পরবর্তী সময়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ডুম্বুর নগরের ব্লকের বিডিও। আশ্বাস পেয়ে ব্লক কার্যালয় ঘেরাও মুক্ত করেন রেগা শ্রমিকরা।

