আগরতলা, ২০ এপ্রিল (হি. স.) : ত্রিপুরার সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালুর করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার আজকের বৈঠকে ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইনসুরেন্স স্কিম-২০২২ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন।
তাঁর কথায়, এই স্বাস্থ্য বীমার আওতায় আসতে হলে সাংবাদিকদের অবশ্যই তথ্য ও সংস্কৃতি দপ্তর দ্বারা স্বীকৃতপ্রাপ্ত সাংবাদিক (এক্রিডেটেড), ভারতীয় নাগরিক হতে হবে। বয়স অবশ্যই ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার আওতায় থাকা চলবেনা। তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে ১৭০ জন স্বীকৃতপ্রাপ্ত সাংবাদিক রয়েছেন। পরবর্তী সময় নতুন স্বীকৃত প্রাপ্ত সাংবাদিকগণও এই স্বাস্থ্য বীমার আওতায় আসতে পারবেন।
তাঁর বক্তব্য, এই স্বাস্থ্য বীমার আওতায় সাংবাদিকরা চিকিৎসা ক্ষেত্রে এক বছরে সর্বোচ্চ তিন লক্ষ টাকা বীমার সুবিধা নিতে পারবেন। এক্ষেত্রে বীমার প্রিমিয়াম বাবদ বছরে ৮০ শতাংশ বহন করবে রাজ্য সরকার এবং বাকি ২০ শতাংশ বহন করবে সংশ্লিষ্ট সুবিধাভোগী। তাঁর দাবি, বর্তমান ত্রিপুরা সরকার যে সাংবাদিকদের প্রতি আন্তরিকতা আজ মন্ত্রিসভার এই সিদ্ধান্তে আবার প্রতিফলিত হয়েছে।
এদিন তিনি মন্ত্রিসভার আরও কিছু সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, শিক্ষা দপ্তরের অধীনে ৩৪০ জন স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করা হবে। এক্ষেত্রে ২৩০ জন স্নাতক শিক্ষক এবং ১১০ জন স্নাতকোত্তর শিক্ষক রয়েছে। পরবর্তিতে টিআরবিটি’র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সাথে তিনি যোগ করেন, এছাড়াও শিক্ষা দপ্তরের অধীনে প্রাথমিকস্তরে ৬০০ জন শিক্ষক নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরে ৩০৪ জন ফায়ার ম্যান এবং ২৫ জন ড্রাইভার নিয়োগ করা হবে।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, স্বরাষ্ট্র দপ্তরের অধীন ত্রিপুরা পুলিশ এবং টি এস আর-দের প্রতি মাসে মাথপিছু রেশন মানি ভাতা বৃদ্ধি করার প্রস্তাব আজ মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। রেশন মানি ভাতা ৮০০ টাকা থেকে ১০০০ টাকা করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ বাহিনীতে ইন্সপেক্টর স্তর এবং টিএসআর-এর ক্ষেত্রে সুবেদার স্তর পর্যন্ত সুবিধা পাবেন।
তাঁর দাবি, এই সিদ্ধান্ত কার্যকরে ত্রিপুরা সরকারের প্রতি মাসে ৪ কোটি ৩১ লক্ষ ৬৪ হাজার ৮০০ টাকা খরচ বহন করতে হবে। সাথে তিনি বলেন, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে টিএসআর জওয়ানদের চাকুরির বয়স সীমা ৫৭ বছর থেকে ৬০ বছর করার প্রস্তাব আজ মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। তাতে ত্রিপুরা সরকারের বছরে ৫৩ কোটি ৪৪ লক্ষ ৪৫ হাজার ৪৬ টাকা খরচ বহণ করতে হবে।
এদিন তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে স্বসহায়ক দলগুলিকে এখন থেকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা ঋণ নেওয়ার ক্ষেত্রে রাজস্ব দপ্তরকে স্ট্যাম্প ডিউটি দিতে হবেনা।