ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। আবারও স্থগিত রাখা হলো আসর। এনিয়ে দ্বিতীয়বার। ২২ থেকে ২৪ এপ্রিল আগরতলার জগহরিমুরাস্থিত সরোজ সঙ্ঘের মাঠে সদর আর্বান স্পোর্টস সেলের উদ্যোগে তিন দিন ব্যাপী শ্যামহরি শর্মা স্মৃতি দিবা রাত্রি ফাইভ-এ- সাইড নক আউট ফুটবল প্রতিযোগিতা হওয়ার কথা ছিলো। অনিবার্য্য কারনে আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে পুনরায় দিন তারিখ জানানো হবে। সদর আর্বান স্পোর্টস সেলের তরফ থেকে এই খবর জানানো হয়েছে।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বেশ কটি ফুটবল দল যথারীতি নাম নথিভুক্ত করেছে। যদিও ক্রীড়াসূচী এখনো ঘোষিত হয়নি বলে খবর রয়েছে।