নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি. স.) : আগামী ২৪-২৫ এপ্রিল ভারত সফরে আসছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। দু’দিনের জন্য ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামী ২৪-২৫ এপ্রিল ভারত সফরে আসছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন তিনি। পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গেও তিনি কথা বলবেন।