আগরতলা, ১৮ এপ্রিল : তিন দফা দাবিতে সোমবার শিক্ষাভবনে টিআরবিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন বিএডএবং ডি এল এড উত্তীর্ণ পড়ুয়ারা। এদিন টেট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন তাঁরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রতিবছর বিএডএবং ডি এল এড উত্তীর্ণদের টেট পরীক্ষা গ্রহণ করার কথা থাকলেও এবছর এখনো পরীক্ষা গ্রহণ করা হচ্ছে না। এবছর এখনো পর্যন্ত টেট পরীক্ষা গ্রহণের জন্য কোন ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন চাকরি প্রার্থীরা। অবিলম্বে টেট পরীক্ষা গ্রহণের বিবৃতি জারি করার জন্য তাদের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। প্রতিবছর যাতে নিয়মিতভাবে টেট পরীক্ষা গ্রহণ করা হয় তা নিশ্চিত করার জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তারা আরও জানান, বেশ কয়েকজন টেট উত্তীর্ণ বেকার চাকরির আশায় দীর্ঘদিন ধরেই বসে রয়েছেন। কাল বিলম্ব না করে তাদের প্রত্যেককে চাকরিতে নিযুক্ত করার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। অবিলম্বে টেট পরীক্ষা গ্রহণ করার উদ্যোগ না নিলে তারা আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলেও জানিয়েছে।উল্লেখ্য, আগামী এক বছরের মধ্যেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত চার বছর ধরে রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি দল। নির্বাচনের আগে তারা যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেই সব প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করা হচ্ছে না বলে অভিযোগ। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক উত্তীর্ণ বেকারদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতেও দাবি জানানো হয়েছে।