নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.) : চলতি আইপিএলে ফের করোনার থাবা দিল্লি ক্যাপিটালস শিবিরে। গত শুক্রবার দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্টের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। এবার দিল্লি ক্যাপিটালসের অন্য এক ক্রিকেটারেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার সংবাদ মিলেছে। যে কারণে গোটা দিল্লি ক্যাপিটালস শিবির নিভৃতবাসে রয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার জন্য সোমবারই দিল্লি থেকে পুণে উড়ে যাওয়ার কথা ছিল দিল্লির তারকাদের। সেই সফর আপাতত বাতিল করা হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে ফিজিও প্যাট্রিক ফারহার্টের পর দিল্লি ক্যাপিটালসের এক ক্রিকেটারের র্যা পিড – অ্যান্টিজেন টেস্টিংয়ের ফল পজিটিভ এসেছে। সেই ক্রিকেটারের নাম জানানো হয়নি। আগাম সতর্কতা হিসাবে দিল্লি ক্যাপিটালসের পুরো দলকেই নিভৃতবাসে পাঠানো হয়েছে। আরটি-পিএসআর টেস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রিকেটারের করোনা সংক্রমণের বিষয়টি যাচাই করা হবে। নিভৃতবাসে থাকা বাকি ক্রিকেটারদের সোমবার ও মঙ্গলবার ডোর টু ডোর টেস্টং করা হবে বলে সংশ্লিষ্ট মহল সূত্রে জানানো হয়েছে।