BRAKING NEWS

Chess : এক বছরের জন্য ‌রাজ্য দাবা সংস্থার কার্যকরী কমিটি পুনর্গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। গঠিত হলো রাজ্য দাবা সংস্থার কার্যকরি কমিটি। আগামী ১ বছরের জন্য।কমিটির সভাপতি প্রশান্ত কুন্ডু, সহসভাপতি প্রদীপ কুমার রায়, অমৃত লাল ভট্টাচার্য, সচিব দীপক সাহা, যুগ্ম সচিব নির্মল দাস, পঙ্কজ দেবনাথ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মিঠু দেবনাথ। মোট ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। রবিবার রাজ্য দাবা সংস্থার অফিস বাড়িতে হয় সভা। তাতে বিগত বছরের আয়-‌ব্যয়ের হিসেব পেশ করা হয়। এবং বর্তমান বছরের বাজেটও পেশ করা হয়। তাতে বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্য দাবার উন্নতিতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয় এদিন। গেলো ১ বছরের নতুন ওই কমিটি ত্রিপুরার দাবার প্রসারে বিভিন্ন কাজ করে গেছেন।

আগামীদিনেও ওই প্রয়াস বজায় থাকবে ওই দাবি সংস্থার প্রতিটি কর্তার মধ্যে। বিশেষ করে সভাপতি এবং সচিবের অনুপ্রেরণায় বর্তমানে রাজ্যে দাবা খেলার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। সচিব দীপক সাহা এ খবর জানিয়েছেন। তিনি পরে বলেন,”ত্রিপুরার দাবাকে কয়েকধাপ এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আগামীদিনেও কাজ করে যাবে আমাদের কমিটি”। ‌এদিকে চেস ইন স্কুল কমিটিও এদিন গঠন করা হয়। ১৫ সদস্যের কমিটির চেয়ারম্যান বর্ষিয়ান মহিলা দাবাড়ু শিখা দাশগুপ্ত, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার দত্ত, আহ্বায়ক মিটন গোপ নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *