বিশালগড়, ১৭ এপ্রিল : বিশালগড় মহকুমার মধুপুর থানার কামথানা এলাকায় রবিবার সকালে ২ ভাইয়ের আক্রমণে বড় ভাই ও বৌদি গুরুতরভাবে আহত হয়েছেন। আহতরা হলেন বাহার মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগম। অভিযুক্ত দুই ভাইয়ের নাম বাবুল হোসেন এবং জয়নাল হোসেন।
ঘটনার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবুল হোসেন এবং জয়নাল হোসেন তাদের বড় ভাই বাহার মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে রবিবার সকাল ৯ টা নাগাদ বেধড়ক মারধর করেন। তাতে দাদা-বৌদি দুজনই গুরুতরভাবে আহত হন।
আহতদের প্রথমে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের আঘাত গুরুতর হওয়ায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে দু’জনকেই হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। এর জের ধরেই রবিবার সকালে হামলা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে মধুপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারের সংবাদ নেই।ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।